বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

মেলায় আগতদের অনেকেই দুপুর ও রাতের খাবার এই বানিজ্য মেলায় সেরে ফেলছেন, আবার পরিবারের জন্য ও নিয়ে যাচ্ছেন বাসায়

চলছে বই মেলাও সে কারনে হয়ত চট্টগ্রাম বানিজ্য মেলায় দর্শনার্থী একটু কম

নিজস্ব প্রতিবেদক

বিগত বছরের মতো এবারও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে চট্টগ্রামে শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ । গত ১৫ ফেব্রুয়ারী উদ্বোধন হলেও এখনো সেভাবে চিরচেনা ভিড় লক্ষ্য করা যাচ্ছেনা । যেহেতু চট্টগ্রাম সিআরবিতে চলছে বই মেলা সে কারনেও হয়ত মেলায় দর্শনার্থী একটু কম লক্ষ্য করা যাচ্ছে ।
মেলায় এখনো বিভিন্ন স্টল, প্যাভিলিয়ন নির্মাণের শেষ পর্যায়ের কাজ চলছে । টিকিট কেটে ভেতরে প্রবেশ করলেও মেলার অবস্থা দেখে কিছুটা হতাশ হচ্ছেন দর্শনার্থীরা। । তবে এখনো পুরোদমে জমে ওঠেনি মেলা।
ক্রেতা- বিক্রেতারা বলছেন মাসের শেষ হয়ত সে কারনে বিক্রি একটু কম আবার অনেকের বেতন হয়নি । তাছাড়া দ্রব্যমূল্য উর্দ্ধগতিতে ও এর প্রভাব পড়েছে । হয়ত চাকরিজীবিদের বেতন হলে মেলায় ভিড় ভাড়বে এবং বেচাকেনা ও ভালো হবে । আবার মেলায় আগত দর্শনার্থীরা বলছেন বিগত বছর গুলোর মতো ওভাবে মেলা তেমন জমে উঠেনি ।
বানিজ্য মেলায় বিভিন্ন পন্যের স্টলের পাশাপাশি রয়েছে মুখরোচক খাবারের স্টল । বিরিয়ানী , ফূসকা, চিকেনগ্রীল , শর্মা , আইসক্রিম থেকে শুরু বিভিন্ন স্বাদের খাবারের স্টল ও রয়েছে । মেলায় আগতদের অনেকেই দুপুর ও রাতের খাবার এই বানিজ্য মেলায় সেরে ফেলছেন, আবার পরিবারের জন্য ও নিয়ে যাচ্ছেন বাসায় ।
যেহেতু আজ মাসের শেষ দিন ।ব্যাবসায়ীরা আশা করছেন শুক্রবার থেকে হয়ত মেলায় দর্শনার্থী বাড়বে এবং মেলায় বেচাকেনাও বাড়বে ।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ