শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে ৮০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই(রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে অবৈধভাবে পাচার কালে  দেশীয় তৈরী ৮০ লিটার চোলাই মদ সহ – মেমী   প্রকাশ(কেমী) (৪৪)  এবং সুই মং উ মারমা (২৮) নামে দুইজনকে আটক করা হয়েছে। তাঁরা কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এর  বড়খোলাপাড়ার বাসিন্দা বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম।

তিনি জানান, বৃহস্পতিবার ( ৪ এপ্রিল)  সকাল ৫ টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে  থানার এসআই মোঃ মকবুল হোসেন এবং সঙ্গীয় পুলিশ ফোর্স রাইখালী বাজারস্থ মাঝিপাড়া বটতলা সংলগ্ন শিবলী অটো মোটর্স পার্টসের দোকানের সামনে পাকা রাস্তার উপর পাচারকালে  ৮০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ তাদেরকে আটক করা হয়। যার মূল্য আনুমানিক ২৪ হাজার টাকা।

পুলিশ জানান, আটক আসামীর বিরুদ্ধে এসআই মো: মকবুল হোসেন বাদী হয়ে  চন্দ্রঘোনা থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেন এবং বৃহস্পতিবার আসামীদ্বয়কে রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ