বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

চন্দনাইশ প্রান্তে সিমেন্ট আনলোড নিয়ে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের আনোয়ারা-চন্দনাইশ সীমানাবর্তী শঙ্খ নদীতে একটি সিমেন্টভর্তি ফিশিং বোট থেকে সিমেন্ট আনলোড করা নিয়ে দুই উপজেলার স্থানীয়দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

শনিবার (২১ ডিসেম্বর) রাতে চন্দনাইশ প্রান্তে এই ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, শুক্রবার (২০ ডিসেম্বর) থেকে শঙ্খ নদীতে একটি ফিশিং বোট অবস্থান করছিল। শনিবার রাত ৮টার দিকে বোট থেকে সিমেন্ট আনলোড করা হলে আনোয়ারা এলাকার কিছু লোক চন্দনাইশ প্রান্তে গিয়ে সিমেন্টের বিষয়ে প্রশ্ন তোলে। এতে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, “ঘটনার বিষয়ে আমরা নৌ-পুলিশকে জানিয়েছি। বিস্তারিত নৌ-পুলিশ জানবে।”

এ বিষয়ে নৌ-পুলিশের এসআই পরিমল বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে বোটটি জব্দ করেছি। বোটের মধ্যে কিছু সিমেন্ট পাওয়া গেছে। তবে বোটটি কে এনেছে এবং এর মালিক কে, তা এখনও জানা যায়নি।”

 

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ