বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫
spot_img
শিরোনাম

চন্দনাইশ দিয়াকুল আশ্রয়ন প্রকল্পের বাসিন্দরা সুখে নাই

মো. জিয়া উদ্দিন, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম।

উপজেলার দোহাজারী দিয়াকুল আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা সুখে নেই। গত বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের পানিতে সড়কের মাটি সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়, যা এখনো সংস্কার করা হয়নি।

এই আশ্রয়ন প্রকল্পে বর্তমানে ১১৬টি পরিবারের একমাত্র যাতায়াতের রাস্তা বর্ষায় পাহাড়ি ঢলের কারণে ক্ষতিগ্রস্ত হয়। এক বছর পেরিয়ে গেলেও এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। ফলে প্রকল্প এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।

আশ্রয়ন প্রকল্প এলাকায় পানি নিষ্কাশনের কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি সরাসরি পাশের পাহাড় থেকে সড়কের ওপর দিয়ে প্রবাহিত হয়। রাস্তার মাটি বেলে হওয়ায় পানি সঙ্গে করে তা সরিয়ে নিয়ে যায় এবং বড় গর্তের সৃষ্টি করে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ডিপ্লোমেসি চাকমা জানান, অগ্রাধিকার ভিত্তিতে আশ্রয়ন প্রকল্পের সড়ক সংস্কারের একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। বরাদ্দ পাওয়া মাত্রই সংস্কার কাজ শুরু করা হবে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ