শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

চন্দনাইশে ২ সন্তানের জননীর আত্মহত্যা

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ

চন্দনাইশ পৌরসভার পূর্ব জোয়ারা এলাকায় ভাড়া বাসায় প্রবাসীর স্ত্রী ২ সন্তানের জননী শারমিন আকতার (৩০) আত্মহত্যা করে।

আজ ২৭ এপ্রিল থানা পুলিশ খবর পেয়ে সকালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয়ভাবে জানা যায়, মোহাম্মদপুরের আবুধাবি প্রবাসী মো. করিমের স্ত্রী শারমিন আকতার গত ২৬ এপ্রিল রাতে ভাত খাওয়ার পর তার ২ সন্তানকে পাশের রুমে ঘুম পাড়িয়ে  রাতে সবার অগোচরে ওড়না দিয়ে বাসার সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

সে চন্দনাইশ পৌরসভা পূর্ব জোয়ারা আলতাফ সওদাগরের বাসার ৩য় তলার ভাড়াটিয়া ছিল। সকালে করিমের বাড়ীর লোকজন আসলে ছেলে-মেয়েরা দরজা খুলে দিলে পাশের কক্ষে ঝুলন্ত অবস্থায় শারমিনের লাশ দেখে হতভম্ব হয়ে পড়ে। তাদের কান্নাকাটিতে স্থানীয় এসে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত শারমিনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম বলেন খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে ঝুলন্ত শারমিনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ