শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

চন্দনাইশে হতদরিদ্রদের পাশে সাজেদা ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক

আর্তমানবতার সেবায় নিয়োজিত সাজেদা ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ এলাকায় প্রায় ১০ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সাজেদা ফাউন্ডেশন ও সাগু গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব এম এ তাহেরের সভাপতিত্বে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কাজী হাবিবুল বাশার সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার হালিম শাহ। মো. রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মোরশেদুল আলম।

অন্যান্য অতিথিদের মধ্যে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এসএম সোয়েব এবং এলাহাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম কাদেরি উপস্থিত ছিলেন।

আলহাজ্ব এম এ তাহের জানান, নিজস্ব অর্থায়নে প্রতিবছরের ন্যায় এ বছরও উপজেলার দুটি পৌরসভা ও আটটি ইউনিয়নের মোট ১০ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের মাধ্যমে হতদরিদ্র ও অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে সাজেদা ফাউন্ডেশন তাদের মানবসেবার ধারাবাহিকতা বজায় রেখেছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ