চট্টগ্রাম চন্দনাইশে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। গতকাল বাদ আছর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় চন্দনাইশ উপজেলা, পৌরসভা ও দোহাজারী পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যৌথ আয়োজনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোনায়েম খানের সভাপতিত্বে এই বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার। চন্দনাইশ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ ইখতিয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, সদস্য আসাদুল ইসলাম, মোহাম্মদ মিজান, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সেলিম উদ্দীন, চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম. হাসেম চৌধুরী, হাসান মুরাদ, আলী আজগর, সরোয়ার উদ্দিন, রহিম উদ্দিন, মো. হাসান, জয়নাল আবেদিন সোহেল, আমিনুল ইসলাম, আবু ইউসুফ, এ বি এম রহিম, আবু তৈয়ব রিপন, আব্দুল মান্নান, মোহাম্মদ রহিম উদ্দিন প্রমুখ।
পরে বর্ণাঢ্য র্যালিটি পেট্রোল পাম্পের সামনে থেকে শুরু হয়ে গাছবাড়িয়া কলেজ গেইট, খাঁনহাট, বদুর পাড়া রাস্তার মাথাসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পথসভার মধ্য দিয়ে সমাপ্ত হয়।