বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

চন্দনাইশে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ আটক এক

আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম।

চট্টগ্রাম চন্দনাইশে বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ মাদক কারবারি আব্দুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোররাতে চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সৈয়দাবাদ এলাকায় এই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আসামি আব্দুর রহমান হাশিমপুর ইউনিয়নের সৈয়দাবাদ এলাকার আলী আহমদের ছেলে।

জানা যায়, আব্দুর রহমান এলাকায় ইয়াবা ডিলার হিসেবে পরিচিত। ইতঃপূর্বে তাকে বেশ কয়েকবার মাদকসহ আটক করে আদালতে প্রেরণ করা হয়েছিল। কিছুদিন আগেও সে জামিনে মুক্তি পেয়ে আবার ইয়াবা বিক্রি শুরু করে। ১৯ ফেব্রুয়ারি ভোরবেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১,০৬৫টি ইয়াবা ট্যাবলেট, নগদ ৮০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ