বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

চন্দনাইশে সিলিন্ডার বিস্ফোরণে চালক নিহতের ঘটনায় নেইনি কেউ আহতদের খবর

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ

চন্দনাইশে সিলিন্ডার বিস্ফোরণে অটোরিকশা চালক মো. আবদুল সবুর (৩৫) নিহতের ঘটনা ঘটে  গত ২৫ মার্চ বিকাল।

এসময়  সিএসজি চালিত অটোরিকশাটিতে আগুন লাগলে তাত্ক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করতে এগিয়ে আসে আগুন নিয়ন্ত্রণ করার এবং  অটোরিকশায় থাকা চালক আবদুস সবুর ও এক মহিলা যাত্রীকে উদ্ধারের সেষ্টা কালে অগ্নিদত্ত হয় স্থানীয় কয়েক জন।

তাদের মধ্যে পুরানগড়ের সামশুল আলমের ছেলে মো.হাছান(২৮), হাকিমপুরের আমির হোসেন ছেলে আবদুল আজিজ(৩২), মৃত লাল মিয়ার ছেলে আবদুল জব্বার (৬২) আহত হলে তাদের চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তারাদের  মধ্যে আবদুল আজিজের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তাদের পরিবার।

এইদিকে নিহতের পরিবার  চন্দনাইশ উপজেলা ও সাতকানিয়া উপজেলার  নিবার্হী কর্মকতারা ২৫ হাজার করে ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন। বিভিন্ন মহল থেকে সাহায্য পাচ্ছেন।

অপর দিকে আহতদের কোন রকম সাহায্যে ও চিকিৎসার খুজ খবর নেননি বলে যানান।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ