শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

চন্দনাইশে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও ব্যাংকারদের সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক,চন্দনাইশ

চট্টগ্রাম চন্দনাইশে চৌধুরী পাড়া এলাকার ব্যাংকারদের সংবর্ধনা ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে পূর্ব চন্দনাইশ চৌধুরী পাড়া উন্নয়ন পরিষদ কতৃক আয়োজিত এ শিক্ষাবৃত্তি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের সভাপতি ও পৌরসভার ৭নং ওয়ার্ডের কমিশনার মোজাম্মেল হক চৌধুরী। এসময় আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য এম.এ.করিম চৌধুরী,প্রফেসর ইসহাক উদ্দিন চৌধুরী,শেখ টিপু চৌধুরী,মাহাবুব রহমান চৌধুরী,মঞ্জুরুল আলম চৌধুরী, এম. এম. এ মোরশেদ চৌধুরী,ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন চৌধুরী। জাহিদুর রহমান চৌধুরী ও মোহাম্মদ সেলিম চৌধুরী’র যৌথ সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন সংগঠনের সধারণ সম্পাদক ও পৌরসভা ২নং ওর্য়াডের কমিশনার নরুল ইসলাম চৌধুরী বাঁচা,জিন্নাত আলী চৌধুরী,ফরিদুর আলম চৌধুরী,এড. মোঃ রাশেদ হামিদ সাইমন,ওস্তাদ আবু ছৈয়দ চৌধুরী,আরিফুল করিম চৌধুরী,ওমর ফারুক চৌধুরী প্রমুখ।এসময় অতিথিরা বলেন,শিক্ষায় জাতীর মেরুদণ্ড। আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভর্বিষ্যৎ। এই সমাজের উন্নয়নের জন্য এবং শিক্ষার্থীদের আরো উৎসাহ দেয়ার লক্ষে অত্র এলাকায় যে সকল মেধাবী শিক্ষার্থী রয়েছে তাদের শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে এবং এই এলাকা থেকে যেসকল ব্যাংকার বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করছে ও এলাকায় আর্থিকভাবে সাহায্য সহযোগীতা করছে তাদেরকে সংবর্ধনা দেয়া হচ্ছে। পাশাপাশি শিক্ষার মান আরো উন্নয়ন এবং প্রসার করার জন্য সমাজের বিত্তশালী ও ধনী ব্যক্তিদের এগিয়ে আসার আহবান করেন। আগাীতেও যেন এই ধারা অব্যাহত থাকে তার জন্য এলাকার গুনীজনরা এবং উক্ত সংগঠনের পক্ষ থেকে সবাইকে পাশে থাকার আহবান জানান।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ