শনিবার, ৩০ আগস্ট ২০২৫
spot_img
শিরোনাম

চন্দনাইশে যুবলীগ নেতা মিজান গ্রেপ্তার, ওয়ান শুটার রাইফেল উদ্ধার

আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম।

চট্টগ্রামের চন্দনাইশে একটি ওয়ান শুটার রাইফেলসহ মো. মিজান (৩০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে চন্দনাইশ সেনাবাহিনী। গতকাল রাতে চন্দনাইশ পৌরসভার ২নং ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মিজান ওই এলাকার বাসিন্দা এবং স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। চন্দনাইশ আর্মি ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। জানা গেছে, মিজানের কাছে অস্ত্র থাকার বিষয়টি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পেরে তার ওপর নজরদারি শুরু করা হয়। টানা ২০ দিন নজরদারির পর অস্ত্র উদ্ধারে চন্দনাইশ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন ইবতিসুম জাওয়াদ দিয়াবের নেতৃত্বে গতকাল রাতে অভিযান চালানো হয়। এ সময় চন্দনাইশ পৌরসভার চৌধুরীপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একটি ওয়ান শুটার রাইফেল উদ্ধার করা হয়। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, গ্রেপ্তার মিজানের বিরুদ্ধে থানায় আগের একটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে মামলা করা শেষে আদালতে পাঠানো হয়েছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ