চট্টগ্রাম চন্দনাইশে দোহাজারী হাতিয়াখোলা এলাকায় মুরগির খামারে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মোঃ শফিউল আলম প্রকাশ পারভেজ (৪১) বাদী হয়ে দোহাজারী তদন্ত কেন্দ্রে ৪জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, দোহাজারী কিল্লা পাড়া এলাকার আব্দুল মতলবের ছেলে পারভেজ তার খরিদা সূত্রে ভোগ দখলীয় তপশীলের জায়গায় মুরগির খামারসহ ৫টি টিনশেড ঘর নির্মাণ করেন। নির্মাণকৃত খামার ও ঘরগুলোতে বিবাদীগণ জোরপূর্বক জবর দখলের চেষ্টা করেন এবং বিভিন্ন ধরনের হুমকি-ধামকি প্রদান করেন। সর্বশেষ, গত ৭ই মার্চ তার নির্মাণকৃত খামারে বিবাদীগণসহ অজ্ঞাতনামা আরও ১০/১৫জন লোক হাতে লোহার খণ্টা, লোহার রড, লাঠিসোটা নিয়ে খামারে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এতে তার প্রায় ২ লক্ষ টাকা ক্ষতি হয় বলে তিনি জানান। পরে, গত ১৬ই মার্চ পুনরায় তাকে মেরে ফেলার ও খামারে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করায় তিনি দোহাজারী তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ ও জিডি দায়ের করেন। এই ব্যাপারে অভিযোগ তদন্তকারী এ এস আই নাজমুল ইসলাম জানান, উক্ত জায়গাটি নিয়ে হাইকোর্টে মামলা চলছে। মামলা চলাকালীন সময়ে বাদী সে জায়গায় গিয়ে কাজ করায় এই ঘটনার সূত্রপাত হয়েছে। পরে, এই ঘটনায় পারভেজ থানায় একটি জিডি দায়ের করেন। পরবর্তীতে ঘটনার তদন্ত চালিয়ে প্রতিবেদন আদালতে প্রেরণ করা হবে।
চন্দনাইশে মুরগির খামারে হামলা ও ভাঙচুর, ৪জনের বিরুদ্ধে অভিযোগ
নিজস্ব প্রতিবেদক,চন্দনাইশ