চন্দনাইশে নিজস্ব অর্থায়নে গরীব, অসহায় ও দুস্থ পরিবারের মেয়েদের বিয়ে দিয়ে যাচ্ছেন জেসিকা ইন্টারন্যাশনাল গ্রুপের চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদ।
গতকাল শুক্রবার চন্দনাইশ বদুর পাড়া নিজ বাসভবনে এই কার্যক্রমের অংশ হিসেবে দুই দরিদ্র পরিবারের দুইজন মেয়ের বিয়ে ব্যবস্থা করেন। এই পর্যন্ত নিজ বাসভবন থেকে ২১ টি পরিবারের ২১ জন মেয়ের বিয়ে দিয়েছেন তিনি । নব দম্পতিরা হলেন মো. ফারুক এর সাথে রাজু আকতার ও নাঈম উদ্দিন’র সাথে রাবিয়া বেগম’র নতুন জীবন শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর, কেন্দ্রীয় যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মীর মহিউদ্দিন, আইনুল কবির, কামরুজ্জামান রাব্বি সহ প্রমুখ।
জেসিকা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান জসিম উদ্দিন বলেছেন, প্রথম ধাপে ১০০ মেয়ের বিয়ে দেয়ার উদ্যোগে আজ পর্যন্ত ২১ জন পরিবারের বিয়ে দিয়েছি। এই ব্যবস্থায় বর-কনে আমার নিজ বাসভবন থেকে বিয়ের সম্পূর্ণ আনুষ্ঠানিকতা শেষ করা হয়। এছাড়াও গরীব ছেলে মেয়ের লেখা পড়া, স্বাস্থ্য সেবা, দাঁতের চিকিৎসা, চোখের চিকিৎসা, বিভিন্ন সমস্যা ও জনবান্ধব কাজ চলমান।