চট্টগ্রামের চন্দনাইশ দোহাজারীতে পূরবী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ স্কুলে পড়ুয়া দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হন।
গত ১৩ই মার্চ (বৃহস্পতিবার) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসভা চত্বরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জামিরজুরি এলাকার মৃত আমানত উল্লাহর ছেলে অটোরিকশা চালক রুহুল আমিন (৪৫), পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণির ছাত্র জসিম উদ্দিনের ছেলে ওয়াকার উদ্দীন আদিল (১৩) ও একই বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী মোছাম্মৎ রিজভী আকতার।
আহতদের মধ্যে রয়েছেন জামিরজুরি এলাকার আবদুল্লাহর মেয়ে এবং পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্রী তুহিন আকতার।
এই সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়, আর আহতদের স্থানীয়রা উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রিজভী আকতারও মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা জানান, আজ সকালে বান্দরবান থেকে চট্টগ্রামগামী পূরবী বাসটি (ঢাকা মেট্রো ব ১১-৫৯৬৩) অতিরিক্ত গতিতে দোহাজারী পৌরসভা চত্বরে পৌঁছে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে রিকশা চালক ও এক শিক্ষার্থী নিহত হন এবং পরে চমেক হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।
পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি আটক করলেও চালক পলাতক রয়েছে বলে জানান তিনি।