চট্টগ্রামের চন্দনাইশে ফাতেমা জিন্নাহ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ, নবীন বরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য মো. মোরশেদুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ও সাবেক যোগাযোগমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডা. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক।
স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওসমান আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাতা সদস্য ও চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি আলহাজ্ব আইনুল কবির, উপজেলা একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, শিক্ষানুরাগী সদস্য ইলিয়াস আত্তারী, প্রধান শিক্ষক বিজয় নান্দ বড়ুয়া ও মাওলানা মুহশিন কাদেরী প্রমুখ।