চট্টগ্রামের চন্দনাইশে দেশীয় তৈরি দুটি অন্ত্রসহ বনদস্যু মো. সাগরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
তার বিরুদ্ধে পূর্বেও চন্দনাইশ থানায় মামলা রয়েছে বলে জানা যায়।
সোমবার বিকালে উপজেলার হাশিমপুর ইউনিয়নের খান বটতল এলাকার ওলির পাড়াস্থ বসতঘরে তল্লাশি চালিয়ে সাগরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাগর স্থানীয় আহমদ মিয়ার ছেলে।
জানা যায়, সাগর দীর্ঘদিন ধরে ধূর্ততার সাথে পাহাড়ের দামি গাছ লুটপাট করে আসছিল, কিন্তু তার ধূর্ততার কারণে ধরা ছোঁয়ার বাইরে ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
চন্দনাইশ থানার ওসি গোলাম সরোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অনেক চেষ্টার পর বনদস্যু সাগরকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছি।
পরে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।