শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

চন্দনাইশে দূরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ

নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ

চট্টগ্রাম চন্দনাইশে দূরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের মাঝে চেক বিতরণ ও বন্যাদূর্গতদের মাঝে প্রাপ্ত অনুদান বিতরণ করা হয়েছে।

গতকাল দুপুরে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ৬টি দূরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের চেক ও জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে বন্যাদূর্গতদের জন্য প্রাপ্ত  অনুদান উপজেলা ভিডিও কনফারেন্স হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে এইসব বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য ও  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।

উপজেলা সমাজসেবা অফিসার রাসেল চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রুপা,পৌরমেয়র মাহবুবুল আলম খোকা,দোহাজারী পৌরমেয়র আলহাজ্ব লোকমান হাকিম,উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আবু আহমদ চৌধুরী জুনু,ইউপি চেয়ারম্যান আবদুর রহিম,খোরশেদ বিন ইসহাক প্রমুখ।

অনুষ্ঠান শেষে ২২ জন জটিল রোগে আক্রান্ত রোগীদের ৫০ হাজার টাকা করে অনুদানের চেক ও ৫০ জন বন্যাদূর্গত মানুষের মাঝে ৩ হাজার করে অনুদানের টাকা বিতরণ করেন অতিথিবৃন্দ।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ