মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
spot_img
শিরোনাম

চন্দনাইশে দিন দুপুরে মোটর বাইক চুরি

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ

উপজেলার গাছবাড়ীয়া এলাকা থেকে দিন দুপুরে ১ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের মোটর বাইক চুরির ঘটনা ঘটে।

গতকাল ১৬ মার্চ দুপুরে গাছবাড়ীয়া এলাকার মৃত আহমুদুর রহমানের ছেলে নাছির উদ্দীন গাছবাড়ীয়া খাঁনহাট গণি সুপার মার্কেটের সামনে টিভিএস (চট্ট. মেট্টো-হ-১৯-৩৫৫১) মোটর বাইকটি লক করে রেখে বাজারের ভিতরে যায়। বাজার থেকে এসে দেখে এই গাড়ীটি যথা স্থানে নাই। অনেক খোজাখুজি করে না পেয়ে বিকালে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায় করেছেন নাছির উদ্দীন। তিনি বলেন কিছুদিন পূর্বে আর একটি মোটর বাইক চুরি হয়েছে বলে জানান।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ