শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

চন্দনাইশে তুচ্ছ পৃথক ঘটনায় মহিলাসহ আহত-১০

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ

চন্দনাইশ  উপজেলার পূর্ব জোয়ারা, সাতবাড়ীয়া, কেশুয়া এলাকায় পৃথক পৃথক সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়।

আহতদেরকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্মে চিকিৎসা দেয়া হয়। তৎমধ্যে লাভলী আকতার ও মো. হাসানকে মুমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

গত ১৮ মার্চ সকালে উপজেলার কেশুয়া এলাকায় জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে মৃত ওমর আলীর ছেলে বাচা মিয়া (৫০), তার স্ত্রী লাভলী আকতার (৩৩) মৃত শফিউর রহমানের ছেলে মো. হাসান (৫০) আহত হয়। অপরদিকে বিকেলে পূর্ব জোয়ারা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে মো. আমিনের মেয়ে তাওহীদা সুলতানা (১৫) মৃত মৌলানা আবু ইউসুফের স্ত্রী শামীমা আকতার (৪৫), মেয়ে তাহেরা সুলতানা (২৫), রাতে সাতবাড়ীয়া এলাকায় প্রতিপক্ষের হামলায় মো. টিপুর ছেলে মো. তাহসান (১৬), জাহাঙ্গীর আলমের ছেলে মো. জিহান (১৬), বদিউল আলমের ছেলে মো. সাকিব (১৮) নজরুল ইসলামের ছেলে মো, রিফাত (১৬) আহত হয়।

আহতদেরকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্মে চিকিৎসা দেয়ার পর  লাভলী আকতার ও মো. হাসানকে মুমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ