বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

চন্দনাইশে চলতি বছরের প্রনোদনা বীজ ও সার বিতরণ

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ

চন্দনাইশে চলতি বছরের কৃষি প্রনোদনার আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে  বীজ ও সার বিতরণ করা হয়েছে।

গতকাল ২ মে সকালে উপজেলা কৃষি সম্পসারণ দপ্তরে ১ হাজার ৫’শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ (উফশী) ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।  এতে কৃষকরা জন প্রতি ০৫ কেজি উফশী ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার পাবেন।

উক্ত কার্যক্রমের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এড কামেলা খানম রুপা, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম, , স্বাগত বক্তব্য রাখেন  উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আজাদ হোসেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা  কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ জাহিরুল ইসলাম।কৃষি অফিসের সকল কর্মকর্তাবৃন্দ।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ