মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
spot_img
শিরোনাম

চন্দনাইশে গরুর খামারে অগুনলেগে ১১ গরু পুড়ে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ

চন্দনাইশের বৈলতলী বুড়ির দোকান এলাকায় আগুনে পুড়ে গেছে এক খামারির ১১টি গরু।

আজ মঙ্গলবার বেলা ১১টার সময় ভয়াবহ এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম আবদুল গফুর।

আগুনে পুড়ে যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। স্বপ্ন নিয়ে ধারদেনা ও ঋণ করে গরুগুলো নিয়েছিলেন । ১০ মিনিটে তার স্বপ্ন আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষক আবদুল গফুর পূর্ব শত্রুতার জের ধরে পার্শ্ববর্তীরা তার খামারে আগুন লাগিয়েছে বলে অভিযোগ করেন।খামারের দরজা বন্ধ ও গরুর গলায় রশি বাধা থাকায় খামরের ভিতরেই আগুনে পুড় মারা যায় গরুগুলো।

তবে এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা বৈদ্যুতিক শর্ট সার্টিক থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন।

আবদুল গফুর কৃষি কাজের পাশাপাশি গত ২ বছর আগে তার স্ত্রী ও ৬ ছেলে মেয়েদের অক্লান্ত পরিশ্রম করে খামারটি গড়ে তুলেন।

খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার পূর্বে  সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনার পর থেকে কৃষক আবদুল গফুর, তার স্ত্রী, ছেলে মেয়েদের কান্নায় এলাকা ভারী হয়ে উঠে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ