শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

চন্দনাইশে এসে পৌঁছেছে নির্বাচনী সরঞ্জাম

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ

আগামী ২৯ মে চন্দনাইশ উপজেলা নির্বাচনের সরঞ্জাম গতকাল ২৫ মে উপজেলায় এসে পৌঁছেছে বলে জানিয়েছেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রাকিবুজ্জামান রেনু।

তিনি বলেন, নির্বাচনে ভোট গ্রহণের জন্য ইতিমধ্যে ব্যালেট বক্স, ব্যালেট পেপার, সিলসহ যাবতীয় সরঞ্জাম এসে পৌঁছেছে। এ সকল সরঞ্জাম কেন্দ্র ভিত্তিক আগামী ২৮ মে প্রিজাইডিং অফিসারসহ সংশ্লিষ্টদের নিকট হস্তান্তর করার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে নির্বাচনের সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান।

চন্দনাইশে ৬৮ কেন্দ্রে ১ লক্ষ ৯১ হাজার ৬০৭ জন ভোটার রয়েছে। তাছাড়া চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ার কারণে চন্দনাইশ উপজেলায় এ পদে কোন ব্যালেট থাকবে না।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ