বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

চন্দনাইশে এলডিপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম চন্দনাইশে দোহাজারী পৌরসভাস্থ এলডিপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে ৭ ঘটিকার সময় পৌরসভাস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সিটি সেন্টারের সামনে দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

দ্বি-বার্ষিক সম্মেলন শেষে দোহাজারী গণতান্ত্রিক ব্যবসায়িক দলের ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এলডিপির প্রতিষ্ঠাতা ও সাবেক যোগাযোগমন্ত্রী আলহাজ্ব ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ওমর ফারুক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এম. এ. জাফর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা এলডিপির সভাপতি জনাব ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতারুল আলম, সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল, সহ-সভাপতি জসিম হাইদার ও আলহাজ্ব জামাল উদ্দিন।

উক্ত কমিটিতে নাজিম উদ্দিনকে সভাপতি ও সেলিম জাবেদকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ