চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, প্যাকেটের গায়ে মূল্য ও মেয়াদ না থাকা, ট্রেড লাইসেন্স নবায়ন না করা এবং সিভিল সার্জন অফিসের লাইসেন্স না থাকায় একটি বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার গাছবাড়িয়া এলাকায় ‘মা বাবার দোয়া’ নামে খাদ্য উৎপাদনকারী একটি বেকারিতে এ জরিমানা করেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা জানান, প্রাথমিকভাবে সতর্ক করে সংশোধনের সুযোগ দিয়ে জরিমানা আদায় করা হয়েছে। পরবর্তীতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।