সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
spot_img
শিরোনাম

চন্দনাইশে অটোরিকশা বাঁচাতে গিয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ

আমিনুল ইসলাম রুবেল, চন্দনাইশ প্রতিনিধি, চট্টগ্রাম।

চট্টগ্রাম চন্দনাইশে অটোরিকশাকে বাঁচাতে গিয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন অন্তত অর্ধশতাধিক যাত্রী।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের দোহাজারী পাঠানীপুল সংলগ্ন বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে চলা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পূর্বাণী পরিবহন ও চট্টগ্রাম থেকে বান্দরবানগামী পুরবী পরিবহন মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ এড়াতে বাস দুটি রাস্তার দুই পাশে ছিটকে যায়। এর মধ্যে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খায় এবং অপরটি রাস্তার বাইরে পড়ে যায়।

এ ঘটনায় গুরুতর আহত কেউ না হলেও দুই চালকসহ কয়েকজন যাত্রী সামান্য আঘাত পান। দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীরা জানান, অটোরিকশা চালকের বেপরোয়া ওভারটেকের কারণেই এ দুর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহবুব আলম বলেন, দুই বাসের সংঘর্ষে চালক সামান্য আহত হলেও যাত্রীরা গুরুতর আঘাত পাননি।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ