শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বিজয়ী

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

১৫৬টি কেন্দ্রের এ আসনে মহিউদ্দিন বাচ্চু নৌকা প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ৯২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী শামসুল আলম পেয়েছেন ১ হাজার ৫৭২ ভোট।

এবারের উপনির্বাচনে মোট ৫৭ হাজার ১৫৩ ভোট পড়েছে। সে হিসেবে প্রদত্ত ভোটের হার ১১ দশমিক ৭০ শতাংশ।

রোববার ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান। তিনি বলেন, প্রত্যেকটি কেন্দ্রে সুষ্ঠুভাবে ইভিএম -এ ভোট গ্রহণ হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গত ২ জুন তিনবারের সংসদ সদস্য ও সবেক মন্ত্রী আফসারুল আমিনের মৃত্যুতে চট্টগ্রাম-১০ আসন শূণ্য ঘোষণা করা হয়েছিল।

বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার পর নিজের অনুভূতির কথা ব্যক্ত করে আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চু বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সকলেই এই বিজয়ের পেছনে শ্রম দিয়েছেন। আগামী দিনে এলাকার উন্নয়নে নিজেকে নিবেদিত রাখবেন বলেও জানান তিনি।

চট্টগ্রাম-১০ আসনের মোট ভোটার ৪ লাখ ৮৮ হাজার ৬৩৮ জন। এর মধ্যে নারী ২ লাখ ৩৯ হাজার ৬৭৭ জন, পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯৩৮ জন এবং তৃতীয় লিঙ্গ ২৩ জন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ