বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কে উল্টো পথে গাড়ি চলাচলে অকালে ঝরছে তাজাপ্রাণ 

রাউজান( চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কে উল্টো পথে গাড়ি চলাচল করার দৃশ্য প্রতিনিয়ত চোখে পড়ে। এসব যানবাহনের  কারণে ঘটছে দুর্ঘটনাও। অকালে ঝরছে তাজাপ্রাণ, আহত হয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন অনেকে।গত বৃহস্পতিবার (২৭ জুন) রাত ১০টার দিকে রাউজান পৌরসভার জলিল নগরের বাস স্টেশন সংলগ্ন আপন বাড়ি রেস্তোরাঁর সামনে চট্টগ্রাম-রাঙামাটি সড়ক পার হওয়ার সময় উল্টো পথে আসা একটি পিকআপের ধাক্কায় গুরুতর আহত হন ইউনুস মিয়া নামের একব্যক্তি। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার রাত ১২টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।নিহত ইউনুস মিয়া রাউজান সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলী সারাং বাড়ির শামসুল আলমের ছেলে। তবে চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কে কিছুতেই  শৃঙ্খলা রক্ষা করা যাচ্ছে না। প্রতিদিন উল্টো পথে গাড়ি চলাচলের কারণে ভোগান্তিতে পড়েছে পথচারী। সড়ক পার হওয়ার সময় উল্টো পথে আসা গাড়ি ধাক্কায় প্রাণ হারাচ্ছে অনেকে।

উল্টো পথে গাড়ি চলাচলের কারণে আর কত মানুষ মারা যাবে এমন প্রশ্ন স্থানীয়দের। রাউজান হাইওয়ে থানার কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যুর পর ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা দায়ের করায় চালক মো. জাহেদকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে৷ তিনি  আরও বলেন, উল্টো পথে যানবাহন চলাচলের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে রাউজান হাইওয়ে পুলিশ। এ ধরনের অপরাধ কেউ করলে প্রত্যেকের বিরুদ্ধে মামলা দেয়া হবে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ