বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

চট্টগ্রাম মেডিকেলের সিন্ডিকেট সদস্য হলেন ডা: খুরশীদ জামিল

মোহাম্মদ তারেক, ফটিকছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে ডা. খুরশীদ জামিল চৌধুরী মনোনীত হয়েছেন। ১২ ফেব্রুয়ারি মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কামাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ পদে মনোনীত করা হয়।

ডা. খুরশীদ জামিল ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর জমিদার বাড়ির আবদুর রাজ্জাক চৌধুরীর পুত্র।

তিনি বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম বিভাগের সদস্য সচিব। এছাড়াও তিনি চট্টগ্রাম জেলার সাবেক সিভিল সার্জন, কেন্দ্রীয় বিএমএ’র সহ-সভাপতি এবং বিএমএ চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

ডা. খুরশীদ জামিল সিন্ডিকেট সদস্য মনোনীত হওয়ায় বিভিন্ন পেশাজীবী সংগঠন, রাজনৈতিক দল ও নেতৃবৃন্দসহ বিভিন্ন মহল তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ