বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

চট্টগ্রাম-কক্সবাজার স্পেশাল ট্রেন নিয়মিত চালু রাখার দাবীতে যাত্রী কল্যাণ সমিতির স্বারকলিপি

অনলাইন ডেস্ক

চলাচলকারী কক্সবাজার ঈদ স্পেশাল ট্রেনটি স্থায়ী ট্রেনে রুপান্তরিত করে নিয়মিত চালু রাখার দাবীতে রেলওয়ের পূর্বাঞ্চল সদর দপ্তরে জিএম বরাবরে স্বারকলিপি দিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ও চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ যাত্রী কল্যাণ সমিতি।
আজ ২৩ জুন দুপুর ১২ টায় চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ যাত্রী কল্যাণ সমিতির আহবায়ক খালেদ ওমর রানা নেতৃত্বে সংগঠনের নেতারা এই স্বারকলিপি প্রদান করে।
স্বারকলিপিতে বলা হয়, দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার উপর দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ প্রবাহিত হয়েছে।
এতদঅঞ্চলের মানুষ রেলে যাতায়াতের সুবিধা পেতে উম্মুখ হয়ে আছে। ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রেলপথে ঢাকা থেকে দুটি রেল চলাচল করলেও এই অঞ্চলের লোকজন রেলের যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। ঢাকা থেকে কক্সবাজার রেলপথে দুটি আন্তঃনগর ট্রেনে চট্টগ্রামের যাত্রীদের মাত্র একটি এসি ও একটি নন এসি দুটি কোচ বরাদ্দ রাখা হলেও এতে যাত্রীদের চাহিদার সিকিভাগও পুরণ হচ্ছে না। এতে এই পথের যাত্রীদের ক্ষোভ দিন দিন বেড়েই চলেছে। তাই ঈদুল আযহা উপলক্ষে আবারো চালু হওয়া চট্টগ্রাম-কক্সবাজার ঈদ স্পেশাল ট্রেনটি এই রুটে নিয়মিত ট্রেনে পরিনত করে যাত্রীসেবা প্রদানের দাবী জানানো হয়। এবং চট্টগ্রাম – কক্সবাজার নবনির্মিত নতুন স্টেশন ও পুরাতন সকল রেল স্টেশন ট্রেন যাত্রী বিরতি করার অনুরোধ জানান নেতৃবৃন্দগণ।
রেলওয়ের জেনারেল ম্যানেজার পূবের পক্ষে স্বারকলিপিটি চীপ কমাশিয়াল ম্যানেজার পূব গ্রহণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন যাত্রী কল্যাণ সমিতির কেন্দ্রীয় নেতা সৈয়দ মোঃ নজরুল ইসলাম, আবদুর রহিম, চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ যাত্রী কল্যাণ সমিতির আহবায়ক খালেদ ওমর রানা, যুগ্ন আহবায়ক অধ্যক্ষ মুক্তাদের আজাদ খান, মোঃ ইলিয়াস, আবদুস সাত্তার প্রমখ।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ