মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
spot_img
শিরোনাম

চট্টগ্রামে ১০০ গরীব পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন” এই শ্লোগানকে লালন ও পালন করে মানবিক সংগঠন বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে আন্দরকিল্লাস্থ কার্যালয়ে ২৭ ফেব্রুয়ারি বিকাল ৫ ঘটিকার সময় শতাধিক গরীব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ মানবাধিকার কর্মী ও সাংবাদিক রতন বড়ুয়ার সঞ্চালনায় ও ফোরাম সভাপতি জিএম মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজী দেলোয়ার হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজারার অধ্যক্ষ ড. লায়ন সানাউল্লাহ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব আকতার উদ্দিন রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিবির উপ—পরিচালক আলতাফ হোসেন, বাহার কনভেনশন হলের স্বত্বাধিকারী আবদুল্লা বাহার, মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগের ভাইস প্রেসিডেন্ট লোকমান মিঞা, মোহাম্মদ সেলিম, মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন সন্তোষ Kumar Nandi। বক্তব্য রাখেন রাউজান প্রেস ক্লাবের সহ—সভাপতি সাংবাদিক সাহেদুর রহমান মোরশেদ, ফোরামের সাংগঠনিক সম্পাদক জামাল হোসাইন, এডভোকেট পঙ্কজ কান্তি দে, রাউজান প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক লোকমান আনছারী, রোকসানা আক্তার, শিরীন আক্তার, আয়েশা আক্তার ও শয়ন দে প্রমুখ। বক্তারা বলেন, মানবাধিকার ফোরামের এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে গরীব ও অসহায় মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে সমাজ এবং দেশে অসহায় ও দরিদ্র মানুষের কিছুটা কষ্ট লাঘব হবে। তারা আরও বলেন মানবাধিকার ফোরামের মাধ্যমে এবং সহযোগিতা পেয়ে অনেক সুবিধাবঞ্চিত মানুষ এই রমজানে পরিবার নিয়ে ইফতার করতে পারবে। তাই সংগঠন ও ব্যক্তি উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত প্রসারিত করার জন্য বক্তারা সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে প্রায় ১০০ অসহায় ও গরীব পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ