শনিবার, ৩০ আগস্ট ২০২৫
spot_img
শিরোনাম

চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র তৈরির কারখানা ধ্বংস, ৪ সন্ত্রাসী আটক

মোঃ জাহাঙ্গীর আলম, সীতাকুণ্ড প্রতিনিধি, চট্টগ্রাম।

চট্টগ্রাম, ৩০ আগস্ট ২০২৫ (শনিবার): চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে একটি দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায়। উক্ত কারখানা হতে চারজন সন্ত্রাসীসহ ০৬টি দেশীয় অস্ত্র, খালি কার্তুজ ৩৫ রাউন্ড, তাজা কার্তুজ ০৫ রাউন্ড, চাইনিজ কুঠাল ০১টি, ছুরি ২০টি, ওয়াকিটকি চার্জারসহ ০২টি, মেগাফোন ০১টি, প্যারাসুট ফ্লেয়ার ০৪টি এবং অন্যান্য অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সদস্যদের নিকটস্থ সীতাকুণ্ড থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ এবং সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সীতাকুণ্ড থানার ওসি মুজিবুর রহমান অস্ত্র উদ্ধার অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে বিপুল অস্ত্র উদ্ধার করে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করেন। অবৈধ অস্ত্র উদ্ধার কারখানা ধ্বংস করা হয়। পুলিশ বাদী হয়ে অজ্ঞাতসহ কয়েকজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ