বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

চট্টগ্রামে শুরু হলো লাক্স ঈদ এক্সিভিশন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম ২১ মার্চ ২০২৪ খ্রিঃ নগরীর  পাঁচ তারকা হোটেল রেডিসন বে ভিউতে তিনদিন ব্যাপি লাক্স ঈদ এক্সিভিশন  শুভ উদ্বোধন করেন দি চিটাগাং চেম্বার অব কর্মাসের সভাপ্রতি ওমর হাজ্জাজ।

এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে নারী সমাজ এখন আর পিছিয়ে নেই।বর্তমানে সকল ক্ষেত্রে অগ্রগামী নারীরা,বিভিন্ন ট্রেনিং সেন্টারের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ শিখে নারীরা এখন নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছে,এবং ক্ষুদ্র ও বড় ব্যবসা করে বাংলাদেশ কে বিশ্ব দরবারে তুলে ধরছে।

এম এন্ড এম বিজনেস কমিউনিশেনের আয়োজনে এ আয়োজন কে আমি সাধুবাদ জানাই। এম এন্ড এম বিজনেস কমিউনিশেন এর সিও মানজুমা মোর্শেদ বলেন আমরা নারীরা এখন সমাজে আর পিছিয়ে নেই। নারী সমাজের উন্নয়ন ছাড়া রাষ্ট্রের উন্নয়ন অসম্ভব মন্তব্য করে বলেন নারী সমাজ বর্তমানে ঘরে বসে নেই, অফিস আদালত ব্যবসা-বানিজ্য সবক্ষেত্রে তাদের অবস্থান সুসংহত করেছে। পড়ালেখায় ও আমরা ছাএদের তুলনায় এগিয়ে আছি।এক সময়ের সময়ের অবেলা নারীরা আজ রেডিসন বে ভিউ হোটেলের একটি মিলনায়তনে ঈদ এক্সিবিশন করাটা গৌরবের বিষয়।এসময় আরো উপস্থিত ছিলেন কন্ঠ শিল্পী পার্থ বড়ুয়া,রাইসা মাহাবুব ভাইস প্রেসিডেন্ট চিটাগাং চেম্বার অফ কমার্স ,শামিম আহমেদ ।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ