নাথ কল্যাণ সমিতি বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের ত্রিবার্ষিক সম্মেলন ২২শে আগস্ট শুক্রবার নগরীর হোটেল সৈকতের পারকি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সদস্য সচিব সজল কান্তি নাথ এবং যুগ্ম আহ্বায়ক সুজন দেবনাথের সঞ্চালনায় সম্মেলনের ১ম অধিবেশনে সভাপতিত্ব করেন বিভাগীয় আহ্বায়ক লায়ন ডা. নারায়ণ দেবনাথ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বরিশাল যুগ্ম জেলা জজ চন্দন কান্তি নাথ। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন শ্রীমৎ সনাতন ঋষি মহারাজ। উদ্বোধক ছিলেন সাবেক অতিরিক্ত সচিব নারায়ণ চন্দ্র দেবনাথ।
সম্পাদকীয় বক্তব্য রাখেন সদস্য সচিব সজল কান্তি নাথ। সংবর্ধিত অতিথি ছিলেন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি আশীষ কুমার দেবনাথ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেবাশীষ ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি দুলাল কান্তি নাথ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শংকর দেবনাথ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রান্তোষ নাথ, সিলেট বিভাগীয় আহ্বায়ক রামচন্দ্র দেবনাথ এবং কেন্দ্রীয় সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী প্রহ্লাদ দেবনাথ।
ভার্চুয়ালি বক্তব্য রাখেন উড়িষ্যা, ভারতের কিয়ারব্যাংক মঠের অধ্যক্ষ শিবনাথজি মহারাজ। নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি, এবি ব্যাংক পিএলসির ভাইস প্রেসিডেন্ট আশীষ কুমার দেবনাথ।
আরও বক্তব্য রাখেন জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। ২য় অধিবেশনে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব রামলাল দেবনাথের সঞ্চালনায়, ইঞ্জিনিয়ার নিরঞ্জন নাথের সভাপতিত্বে, কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধানে কাউন্সিলের মাধ্যমে লায়ন ডা. নারায়ণ দেবনাথকে সভাপতি, সজল কান্তি নাথকে সাধারণ সম্পাদক এবং আয়কর আইনজীবী সুজন চন্দ্র নাথকে অর্থ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট বিভাগীয় কমিটি অনুমোদন দেওয়া হয়।
বিশিষ্ট সংগীতশিল্পী অনুপম দেবনাথ, মিম দাশ, মম দাশ ও প্রাচী দেবীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।