নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম চট্টগ্রামের দায়িত্ব গ্রহণ করেছেন।

আজ রোববার (১৯ অক্টোবর ) সকালে দায়িত্ব গ্রহণ করেছেন। যোগদানের আগে তিনি ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্ণাঢ্য কর্মজীবনে সাইফুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসকসহ মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি উপসচিব হিসেবে অর্থ বিভাগ এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) বাংলাদেশ রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ অফিসে ইকোনোমিক অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নবনিযুক্ত জেলা প্রশাসক চট্টগ্রামের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমে সহায়তার জন্য সকল শ্রেণী-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।
এর আগে, চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পাওয়া মোহাম্মদ আব্দুল আউয়ালের যোগদানের আগেই তার নিয়োগ বাতিল করেছে সরকার। তার পরিবর্তে ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামকে চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
১৫ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলির নির্দেশ দেওয়া হয়। এতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, গত ২১ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে নওগাঁর ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল—সেই প্রজ্ঞাপন বাতিল করা হলো।