বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

চট্টগ্রামে চোরাই পথে আসা সিগারেটের ফিল্টার উদ্ধার, পলাতক এক আসামী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুর থানা এলাকায় চোরাই পথে নিয়ে আসা অবৈধ সিগারেটের ফিল্টারসহ একটি মিনি কার্ভাড ভ্যান আটক করেছে ভূজপুর থানা পুলিশ। এ ঘটনায় জড়িত ফারুখ, ফয়েজ ও জামাল নামে তিনজনকে আসামী করে পেনাল কোডে মামলা দায়ের করা হয়েছে। ভূজপুর থানার মামলা নং-১২ তারিখ-২৭/১২/২০২৪ খ্রিঃ, ধারা-৪১৩ পেনাল কোড।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকালে দাঁতমারা এলাকা থেকে মিনি কার্ভাড ভ্যানটিকে ধাওয়া করে হারুয়ালছড়ি শান্তিরহাট এলাকায় আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয় লোকজন।

গ্রেপ্তারকৃত দাঁতমারা সিকদারকিল এলাকার মোহাম্মদ ফারুক ও ছুরামুনি এলাকার মোঃ ফয়েজ কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এরমধ্যে তিন নম্বর আসামি মোহাম্মদ জামাল পলাতক রয়েছে।

পরে ভূজপুর থানা পুলিশ গাড়ীটি থেকে ৫ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ৩০ কার্টুন সাদা রংয়ের সিগারেটের ফিল্টার, ৩৮ হাজার ৪শত টাকা মূল্যের ৮ কার্টুন লিটন বিড়ি উদ্ধার করা হয়। এছাড়াও হলুদ ও নীল রংয়ের মিনি কার্ভাড ভ্যানটি (যাহার রেজি নং-চট্ট মেট্রো ন ১১-৮৩০৩) জব্দ করা হয়।

ভূজপুর থানার উপ পরিদর্শক মুনাফ জানান, গ্রেপ্তারকৃত দাঁতমারা সিকদারকিল এলাকার মোহাম্মদ ফারুক ও ছুরামুনি এলাকার মোঃ ফয়েজ কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এরমধ্যে তিন নম্বর আসামি হেয়াকো মধ্যমপাড়ার মোহাম্মদ জামাল পলাতক রয়েছে।

উল্লেখ্য যে, ভারত থেকে চোরাই পথে বাগানবাজার ও দাঁতমারা এলাকা দিয়ে অবৈধ মাদকদ্রব্য সহ বিভিন্ন অবৈধ পণ্যের রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে হেয়াকো’র লোহা জামাল ও আন্ধার মানিক এলাকার গোলাপ হোসেনের নেতৃত্বে একটি চক্র। বিভিন্ন সময় এ চক্রের অনেকে আটক হলেও ধরাছোঁয়ার বাইরে রয়ে যায় মূলহোতারা।

 

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ