সোমবার, ২৮ জুলাই ২০২৫
spot_img
শিরোনাম

চট্টগ্রামে অভিযান: ৭ লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সম্মিলিত অভিযানে ১৫টি নিষিদ্ধ উপকূলীয় বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। পরে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

রবিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সম্মিলিত অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্টগার্ড সম্মিলিত এ অভিযান পরিচালনা করে।

উপজেলার সমুদ্র উপকূল, সাঙ্গু নদী ও বঙ্গোপসাগরের মোহনা থেকে এসব জাল জব্দ করা হয়। এসব জব্দ করা জালের মূল্য সাড়ে ৭ লাখ টাকা।

অভিযানের বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রাশিদুল হক বলেন, অবৈধ জাল নির্মূলে কিংবা অপসারণে চলমান বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হচ্ছে। এ সময় সাড়ে ৭ লাখ টাকা মূল্যের আনুমানিক ১৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ