শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

চট্টগ্রামের রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাউজান

চট্টগ্রামের রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুপম সেন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটার  দিকে  উপজেলার ১০ নং পূর্ব গুজরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মুরারি সেনের বাড়িতে এই ঘটনা ঘটে। সে এলাকার অভিনেষ সেনের পুত্র।

স্থানীয়রা জানান, শনিবার পরিবারে রুপম সেনের ভাইয়ের বউয়ের মৎস্যমুখী অনুষ্ঠান ছিল। সেখানে পারিবারিক আয়োজনে অনেক অতিথি সমাগম হয়। এক পর্যায়ে বৈদ্যুতিক পাখার লাইন চালুর সময় অসাবধানতাবশ:ত বিদ্যুৎস্পৃষ্ট হলে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে নোয়াপাড়া পথেরহাটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রুপম সেন বিবাহিত জীবনে এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। গত কিছুদিন পূর্বে আপন ভাইয়ের স্ত্রীর মৃত্যুর পর শোক কাটিয়ে উঠার আগেই তার মৎস্যমুখী অনুষ্ঠানের দিন রুপম সেনের এমন মৃত্যুতে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। একই পরিবারে কয়েকদিনের ব্যবধানে দুটি মৃত্যুর ঘটনায় শোকের আবহ বিরাজ করছে পুরো এলাকায়।

১০ নং পূর্ব গুজরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ