বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

চট্টগ্রামের রাউজানে নানা কর্মসূচিতে দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক, রাউজান

চট্টগ্রামের রাউজানে নানা কর্মসূচিতে আর্ন্তজাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়েছে।

১০ মার্চ রোববার  সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে –

র‍্যালী, চিত্রাংকন, ভূমিকম্প, বন্যা, বজ্রপাত ইত্যাদির উপর মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় “এবারের প্রতিপাদ্য বিষয় “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো,স্মার্ট সোনার বাংলা গড়বো””। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে ও রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমার সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির, উপজেলা প্রকৌশলী আবুল কালাম। বক্তব্য রাখেন রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে রাউজানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ