চট্টগ্রামের রাউজানে নানা কর্মসূচিতে আর্ন্তজাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়েছে।
১০ মার্চ রোববার সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে –
র্যালী, চিত্রাংকন, ভূমিকম্প, বন্যা, বজ্রপাত ইত্যাদির উপর মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় “এবারের প্রতিপাদ্য বিষয় “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো,স্মার্ট সোনার বাংলা গড়বো””। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে ও রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমার সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির, উপজেলা প্রকৌশলী আবুল কালাম। বক্তব্য রাখেন রাউজান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে রাউজানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।