শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

চট্টগ্রামের রাউজানে আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রাউজান (চট্টগ্রাম)

স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে চট্টগ্রামের রাউজানে চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার ( ২৮ এপ্রিল ) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে  বর্ণাঢ্য র‌্যালী বের করা হয় । র‌্যালীটি রাউজান উপজেলা সদর প্রদক্ষিণ শেষে সিনিয়র সহকারী জজ আদালত ভবনে এসে শেষ হয়।

র‌্যালী শেষে আইনজীবি সমিতির অফিস কক্ষে একন আলোচনা সভা রাউজান উপজেলা সিনিয়র জজ আদালতের সহাকারি জজ ও চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটির চেয়ারম্যান সুব্রত দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার মুনিরুল ইসলাম, এডভোকেট নুর আহম্মদ,এডভোকেট সৈয়দ গোলাম সরোয়ার, এডভোকেট হারুনুর রশিদ।

উপস্থিত ছিলেন  এডভোকেট শাপলু দে, সাইফুল ইসলাম, লিটন আচার্য, সুজিত কুমার, বিটন চক্রবর্তী, নুরুল ইসলাম, সীমা আক্তার, মারুফ চৌধুরী, উজ্জ্বল মিয়া, জসিম প্রমুখ।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ