বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

চট্টগ্রামের বাঁশখালীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মোঃ দিদার হোসাইন, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম।

চট্টগ্রামের বাঁশখালীতে একটি পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের পশ্চিম রায়ছটা চৌধুরী বাড়ির একটি বড় পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।

বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজনু মিয়া জানান, সাবেক চেয়ারম্যান আব্দুস সবুরের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তার পরনে ছিল শুধু একটি জিন্স প্যান্ট, অন্য কোনো পোশাক ছিল না।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মজনু মিয়া।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ