বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

চট্টগ্রামের জাহানপুরে মুফতি গরীব উল্লাহ শাহ (রঃ)’র সম্মানে ধর্মীয় উৎসব

নিজস্ব প্রতিবেদক

ফটিকছড়ি জাফতনগর ইউনিয়নের জাহানপুর গ্রামের অলিয়ে কামেল মুফতি গরীব উল্লাহ শাহ (রঃ)’র বার্ষিক ওরশ শরীফ যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। ২৭ ডিসেম্বর শুক্রবার মোহাম্মদ নুরুল আনোয়ার ছিদ্দিকীর ব্যবস্থাপনায় জিন্দাপীর মুফতি গরীব উল্লাহ শাহ (রঃ) শাহী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত ওরশ শরীফের দিনব্যাপী কর্মসূচিতে ছিল খতমে কোরআন, খতমে খাজেগান, খতমে গাউছিয়া, মাজারে ফুলের মাল্য অর্পণ, মাজার জিয়ারত, মিলাদ কিয়াম। গরীব উল্লাহ শাহ (রঃ) শাহী জামে মসজিদের খতিব মাওলানা ইসমাইল ছিদ্দিকীর সভাপতিত্বে মাওলানা মাছুম রেজা কাদেরী ও হাফেজ মোহাম্মদ আব্দুর রহমানের পরিচালনায় নূরানী ওয়াজ মাহফিলে মেহমান আলা হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল (দঃ) আওলাদে গাউছুল আজম মাইজভাণ্ডারী আল্লামা শাহছুপী সৈয়দ সাইফুদ্দিন মাইজভাণ্ডারী (মাঃজিঃআঃ)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা সৈয়দ মছিহুদদৌলা (মাঃজিঃআঃ)। বিশেষ অতিথি ছিলেন শাহাজাদা সৈয়দ আরিফুর রহমান (মাঃজিঃআঃ) ও হযরত মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম ফোরকানী (মাঃজিঃআঃ)। মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন আল কাদেরী (মাঃজিঃআঃ)। বিশেষ বক্তা ছিলেন নানুপুর হাজী নেজামত আলী জামে মসজিদের খতিব মাওলানা আহমদ হোসাইন রেজভী। মাহফিল শেষে মিলাদ কিয়াম, দোয়া, মোনাজাত, আগত সকলের মাঝে তাবরুক বিতরণের মাধ্যমে ওরশ শরীফের সকল কর্মসূচি সম্পন্ন হয়।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ