চট্টগ্রামের চন্দনাইশে ১২ই রবিউল আউয়াল উপলক্ষে আল্লাহর প্রিয় হাবীব নূরনবীর আগমন উপলক্ষে পবিত্র জশনে জুলুস ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ আগস্ট (শনিবার) সকালে চন্দনাইশ শাহ আমিনুল্লাহ জুলুস কমিটির উদ্যোগে হযরত শাহ্ আমিনুল্লাহ মাজার প্রাঙ্গন থেকে স্বাগত মিছিল শুরু করে চন্দনাইশ চত্বর, মিজ্জির দোকান হয়ে গাছবাড়িয়া কলেজ গেট, খাঁনহাট বাজার হয়ে পুনরায় মাজার প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে ঈদ-এ-মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আলহাজ্ব জাহাঙ্গীর মোহাম্মদ আবদুর রহমান এর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে স্বাগত বক্তব্য রাখেন জুলুস কমিটির আহবায়ক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ সৈয়দুল হক। এতে প্রধান বক্তা হিসেবে তকরির করেন মিশর আল আজাহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি সৈয়দ হাছান আল আজাহারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোহাম্মদ আবুল হাশেম আল কাদেরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ বেলাল উদ্দিন চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, মাওলানা আবুল কাশেম আনছারী, মাওলানা আবুল কাশেম নুরী, মাওলানা মোহাম্মদ মনিরুল হক, মাওলানা মোহাম্মদ আবু ইউচুপ নূরীসহ জুলুস কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।