বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

চট্টগ্রামের আনোয়ারায় শিক্ষকের নির্যাতনে শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ

এনামুল হক নাবিদ, আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কৃষিভূমিতে কাজ না করায় শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে বকাঝকা ও মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর ক্ষোভে বিষপান করে ওই শিক্ষার্থী। এক সপ্তাহ পর হাফেজ মোহাম্মদ ফোরকান (১৭) নামের আহত ওই শিক্ষার্থী মারা গেছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ২ ফেব্রুয়ারি সকাল ১০টায় উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়াস্থ “মাদরাসা আরবিয়া খাইরিয়া”তে বিষপানের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ।

জানা যায়, আটককৃত শিক্ষক হলেন “মাদরাসা আরবিয়া খাইরিয়া”র শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম (৩২)। তার বাড়ি কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায়। আর মৃত শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ ফোরকান বাঁশখালী সরল ইউনিয়নের বদিউল আলমের ছেলে। সে গত দুই বছর ধরে মাদ্রাসাটির শর্টকোর্স বিভাগে পড়াশোনা করে আসছিল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২ ফেব্রুয়ারি সকাল ১০টায় মাদ্রাসার কৃষিভূমিতে কাজ না করায় শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ ফোরকানকে বকাঝকা করা হয় এবং একপর্যায়ে শিক্ষক রফিকুল ইসলাম তাকে মারধর করেন। এতে ক্ষুব্ধ হয়ে ফোরকান কৃষিভূমির জন্য আনা কীটনাশক পান করে। পরে মাদ্রাসার শিক্ষকরা তাকে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে শিক্ষার্থীর পরিবার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, “অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।”

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ