চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সেনাবাহিনী ও আনোয়ারা থানা পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার ৫ নম্বর বরুমচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে হাজেরা ম্যানসনের নতুন বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অভিযুক্ত মাদক কারবারি মো. শহিদুল ইসলামের বসতঘরে তল্লাশি চালিয়ে কক্ষের খাটের তোশকের নিচ থেকে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. শহিদুল ইসলাম (৪৪) উপজেলার বরুমচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত মোজাফফর আহমদের পুত্র। সে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত বলে মামলার এজাহার সূত্রে জানা যায়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি গ্রেফতারকৃত আসামি তার নিজ এলাকাসহ অন্যান্য এলাকায় ইয়াবা ট্যাবলেট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করছিল। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তার বসতঘরে অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করে থানায় নিয়ে আসি। পরে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর টেবিলের ১০ (ক) ধারার অপরাধে তার বিরুদ্ধে মামলা রুজু শেষে আদালতে প্রেরণ করা হয়।