শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

চট্টগ্রাম’র নারী উদ্যাক্তাদের ফেসবুক ভিত্তিক গ্রুপ চাটগাঁইয়া ফেস্টিভ টু গেট টুগেদার ২০২৪

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম’র নারী উদ্যাক্তাদের ফেসবুক ভিত্তিক গ্রুপ চাটগাঁইয়া ফেস্টিভ টু গেট টুগেদার ২০২৪ দিনব্যাপী অনুষ্ঠান চট্টগ্রাম ক্লাব অডিটোরিয়াম প্রাঙ্গণে ১১ এপ্রিল শনিবার ২৪ খ্রিঃ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিত্যনতুন ফ্যাশনকে রাঙিয়ে দিতে এবং আধুনিক লাইফস্টাইল সর্বজনীনভাবে চট্টগ্রামবাসীর মধ্যে ছড়িয়ে দিতে এ আয়োজন।

এসময় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম এলিট ক্লাবের চেয়ারম্যান ও প্রের্ম কার্লেকশন চট্টগ্রাম চেয়ারম্যান আমান উল্লাহ আল ছগির ছুট্টু,এসময় আরো উপস্হিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’র প্রো-ভিসি প্রফেসর ড.সিকান্দর হায়াত চৌধুরী ,রাশিয়ার অনারারী কর্নসাল স্হপতি আশিক ইমরান,চট্টগ্রাম মোট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়,বিপিএম( বার) চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইউনুছ ,আতাউল্লা হাকিম খসরু,মনজুরুল আলম পারভেজ ,প্রফেসর ড.মাসুম আহমেদ সাহেলা আবেদীন ,মায়িরা আখি,ফারিয়া তাবাসুম রুমি,তারমিন ইসলাম,জান্নাতুল সাফিয়া,তাসনিয়া হারুন,সালমা তাবাসুম সুমি,তাহসিন জেনি সহ চট্টগ্রামের ফেসবুক ভিওিক কন্টেন্ট ক্রিয়েটর ।

এসময় প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন চট্টগ্রামবাসি নানা অনুষ্ঠানকে  ঘিরে পোশাক -আশাকে চাই বৈচিত্র্যের সমাহার, গায়ে হলুদ, বিয়ে বৌভাত সহ অন্যান্য সামাজিক অনুষ্ঠান চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানীর খ্যাতি সারাদেশে আছে  চট্টগ্রামের বিয়ে মানেই রাজকীয় আয়োজন। তারি ধারাবাহিকতায় শেখ হাসিনার সরকার নারীবান্ধব সরকার,নারীদের সাবলম্বী করে গড়ে তোলার জন্য নানামুখী কার্যক্রম করে যাচ্ছে বর্তমান সরকারের আমলে গত ১৪ বছরে ক্ষুদ্র ও মাঝারী ঊদ্যাক্তাদের কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নানান ধরনের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন,নারীরা এখন ঘরে বসে অনলাইন প্লাটফর্ম এর মাধ্যমে ব্যবসা করে অর্থ উপাজন করে দেশের অর্থনীতিতে বৃহৎ আকারে ভূমিকা রাখছেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ