কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ বিশেষ অভিযানের মাধ্যমে তিন বছরের সাজাপ্রাপ্তসহ ওয়ারেন্টভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করেছে।
গতকাল ভোররাতে কক্সবাজার চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এদের মধ্যে মো. খোকন (৫৩) নামে এক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কক্সবাজার যুগ্ম দায়রা ও জেলা জজ-১ আদালতের দুই বছরের সাজার পরোয়ানা এবং কক্সবাজার চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক বছরের সাজা ছিল।
কক্সবাজার চকরিয়া থানার এসআই নাসির আহমেদ তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে খোকনকে উপজেলার সাহারবিল ইউনিয়নের চোঁয়ারফাঁড়ি এলাকা থেকে গ্রেপ্তার করেন।
খোকন কক্সবাজার চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সোসাইটি পাড়া এলাকার মেহের আলীর ছেলে।
তার বিরুদ্ধে ৭টি মাদক মামলা রয়েছে, যার মধ্যে ৪ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
অপরদিকে, কক্সবাজার চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতিসহ ওয়ারেন্টভুক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়।
ওসি তৌহিদুল আনোয়ার জানান, রবিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের কক্সবাজার চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।