বুধবার, ২৮ মে ২০২৫
spot_img
শিরোনাম

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ ডাকাতসহ আটক ১৪

এসএম হান্নান শাহ্, চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে তিন ডাকাতসহ ১৪ আসামিকে আটক করা হয়েছে। ২৫ মে বিকেলে কক্সবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফ উদ্দিন শাহীনের নির্দেশে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত আসামিরা হলেন—চকরিয়া উপজেলার মানিকপুর-সুরাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর পাড়া এলাকার ফিরোজ আহমদের পুত্র মিরাজ উদ্দিন (৩৫), উপজেলার কাকারা ইউনিয়নের ৪নং ওয়ার্ড মাইজকাকারা দরগাহ গেইট এলাকার মোহাম্মদ শুরা মিয়ার পুত্র মোহাম্মদ সেলিম উদ্দিন (৩৪), এবং কাকারা ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্বকাকারা পাহাড়তলি এলাকার আবু নোমানের পুত্র মোহাম্মদ আলী হায়দার সৌরভ ওরফে শরীফ (২৪)।

উল্লেখ্য, আটককৃত এই তিনজন আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতির একাধিক অভিযোগ রয়েছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ