কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ৩ নং ওয়ার্ড, রাজারবিল নামক এলাকায় ফ্যাসিস্ট পলাতক নজরুলের কেয়ারটেকার মোকাদ্দেসের বিরুদ্ধে অসহায় নারীর শ্লীলতাহানি, মারধর এবং জোরপূর্বক বসতভিটা থেকে উচ্ছেদের অভিযোগ উঠেছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় রাজারবিল ৩ নং ওয়ার্ডে এ ঘটনাটি সংঘটিত হয়।
অভিযোগের ভিত্তিতে প্রতিবেদক ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করলে ভুক্তভোগী ঝর্ণা দেবের স্বামী প্রদীপ কান্তি দে (৪৬) বলেন, এরশাদের আমলে তাঁর পিতার দখলকৃত বসতভিটায় বসবাস করছিলেন।
কিন্তু উক্ত জায়গায় স্থানীয় আওয়ামী লীগ নেতা নজরুলের ইন্দনে ফ্যাসিস্ট সরকারের আমলে নজরুল, মাহমদুল মেম্বার ও মোকাদ্দেস গং যৌথভাবে সিন্ডিকেট করে জোরপূর্বক উক্ত জায়গা দখল করে নিয়েছিল।
তিনি আরও জানান, (৬ সেপ্টেম্বর) স্ত্রী ঝর্ণা দেব উক্ত জায়গায় গেলে নজরুলের পালিত মোকাদ্দেস ঝর্ণা দেবকে দা দিয়ে কোপিয়ে আহত করে। এসময় তার স্ত্রী ঝর্ণা দেবকে অকথ্য ভাষায় গালি-গালাজ এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়।
এ ব্যাপারে একই এলাকার সর্দার রবিউল আলম বলেন, বসতভিটা মূলে জায়গাটির প্রকৃত মালিক প্রদীপ। বিগত ২০১৯ সালের দিকে তৎকালীন সরকারের প্রভাব দেখিয়ে মোকাদ্দেস যৌথভাবে জোরপূর্বক ভোগ দখল করে নেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী জানান, মোকাদ্দেস এখানকার কোনো বাসিন্দা নয়। কেবল নজরুলের অবৈধ দখলীকৃত জায়গা দেখভাল করার জন্য তিনি এখানে থাকেন।
তারা আরও জানান, মোকাদ্দেসের বিরুদ্ধে পেকুয়া থানায় একাধিক মামলা থাকায় মোকাদ্দেস নজরুলের আশ্রয়ে এখানে অস্থায়ীভাবে বাস করছে। স্থানীয়রা আরও বলেন, প্রদীপকে হিন্দু ধর্মাবলম্বী ভেবে দূর্বল পেয়ে উক্ত জায়গা মোকাদ্দেসের নিয়ন্ত্রণে নেয়।
আহত ঝর্ণা দেব ও তাঁর স্বামী প্রদীপ কান্তি দেকে চিকিৎসার জন্য চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।



