মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
spot_img
শিরোনাম

গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন

এনামুল হক নাবিদ, আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম।

গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মনির হোসেন।

বর্তমান সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন বাংলাদেশে অবস্থান করায় তাঁর অনুপস্থিতিতে মনির হোসেন এই দায়িত্ব পালন করবেন।

বুধবার (১৬ এপ্রিল) সংগঠনের চেয়ারম্যান এক বিজ্ঞপ্তির মাধ্যমে মনির হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে ঘোষণা করেন। সভাপতির বাংলাদেশে অবস্থানকালীন সময় পর্যন্ত তিনি এই দায়িত্বে থাকবেন।

ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেনের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায়। তিনি চট্টগ্রাম নগর মেয়র ডা. শাহাদাত হোসেনের খালাতো ভাই।

সংগঠনের সেক্রেটারি ইব্রাহিম খলিল ইবু বলেন, “ভারপ্রাপ্ত সভাপতি একজন দক্ষ সংগঠক। ম্যানচেস্টারে বসবাসরত প্রবাসীদের এই সংগঠন দেশে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে থাকে। আমি বিশ্বাস করি, নতুন সভাপতি সংগঠনকে এগিয়ে নিয়ে যাবেন এবং আরও সফলভাবে কার্যক্রম পরিচালনা করবেন।”

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ