ঢাকা উত্তরা ইউনিভার্সিটির ছাত্রী বর্নার নেতৃত্বে গ্রাফিতিতে ব্যাস্ত শিক্ষার্থীরা, এযেন ছবিতে এক নতুন বাংলাদেশ ।
দেশ আমার, দায়িত্ব আমার, অধিকার আমার, আমরাও নতুন বাংলাদেশ গড়বো, রুখে দাও ষড়যন্ত্র’ এমন নানা স্লোগানে ও গ্রাফিতে সাঁজছে পুরো বাংলাদেশের দেয়ালগুলো। সব বৈষম্য ভুলে শিক্ষার্থীরা অসাম্প্রদায়িক, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার কথা দেয়ালে দেয়ালে তুলির ছোঁয়ায় তুলে ধরছেন সাম্য ও অসাম্প্রদায়িক এক নতুন বাংলাদেশের কথা ।

তেমনি মিরপুর ১০ থেকে কাজিপাড়ায় কিছু দিন ধরে উত্তরা ইউনিভার্সিটির ৩য় বর্ষের শিক্ষার্থী বর্নার নেতৃত্বে রাত দিন গ্রাফিতি তে ব্যাস্ত বিভিন্ন ভার্সিটি সহ কলেজ ও স্কুলের ছাত্ররা। সবাই এখানে শিল্পী না হলেও দেশকে সাজাতে শৈল্পিক মন মানষিকতা নিয়ে কাজ করে যাচ্ছে সবাই ।
উত্তরা বিশ্ববিদ্যালয়ের বর্না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাহিম, রুপনগর মডেল কলেজের মাহির, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের আইয়ান রং তুলি নিয়ে ব্যাস্ত । মিমি রং তৈরি করে দিচ্ছে, রওজা বিভিন্ন রং তুলি পরিষ্কারে ব্যাস্ত, রোহান তুলি হাতে ছোট ছোট লাইন টানছে, মাহির হেলিকপ্টার থেকে গুলির দৃশ্য আকছে, অনোন – রেইন কোটে মিছিলের ছবি আকছে । এ যেন শিক্ষার্থীদের মাঝে এক নতুন স্বপ্ন ।
বিভিন্ন দেয়াল, কলেজ রোড, শিক্ষা প্রতিস্টানের দেয়ালে বিভিন্ন গ্রাফিতি, প্রতিকি, বানী, কবিতা, স্লোগান আঁকতে বা লিখতে দেখা যায়। তাদের নিজস্ব অর্থায়নে দিনভর এসব দেয়ালে গ্রাফিতির কাজ করেন তাদের সাথে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, বিভিন্ন সেচ্ছাসেবী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
সরেজমিনে দেখা যায়, ছাত্র আন্দোলনের পর সারা দেশে পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে মিরপুরের দেয়ালে রঙ-তুলির আঁচড়ে দেয়াল সাজাতে শুরু করেছেন শিক্ষার্থীরা । এতে বিভিন্ন বয়সী ছেলে–মেয়েরা দেয়ালে লিখনে অংশ নেয়।